রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহী আকতার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে অসুস্থ অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে ভর্তি করা হয়। মৃত শাহী আকতারের গ্রামের বাড়ি গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলার বারই বাড়িতে। বাবার নাম রইছ উদ্দিন। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে দায়িত্বরত এক কারারক্ষী বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন শাহি। সে গত ৪ বছর ধরে ক্যান্সার ও ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির তপার বরাত দিয়ে শাহাবাগ থানার এসআই ভজন বিশ্বাস বলেন, শাহী আকতার দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn