দেশের বিদ্যুৎ খাতে এই মুহূর্তে সরকারের কোনও ধরনের বিনিয়োগ নিয়ে জানিয়ে এবং উন্নয়নের স্বার্থে বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যত দিন যাবে বিদ্যুতের দাম ততই বাড়বে। দাম বাড়বেই, বাড়তেই থাকবে।তবে সরকার যথাসম্ভব তা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে।’ সরকার বিদ্যুৎকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়েছেন তিনি বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত যত বিদ্যুৎ প্রয়োজন তার ব্যবস্থা হয়েছে। মঙ্গলবার (৮ মে) রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে বাজেট ইস্যুতে সরাসরি অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ এর আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান নিবেদন করছে আইএফআইসি ব্যাংক। মুহিত বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সব সময় অগ্রাধিকার পায়। কারণ এটি না থাকলে কোনো উন্নয়ন সম্ভব নয়। তবে বিদ্যুৎ খাতের অবস্থা এখন ভালো।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুৎ খাতে একটা সমস্যা আছে। সেটি হচ্ছে দাম। এখন গ্যাসের দাম সামান্য পরিমাণে বেড়েছে। এবার বিদ্যুতের দামও বাড়বে। যতই দিন যাবে এর দাম বাড়বেই, বাড়তেই থাকবে। ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যুতের দাম এখন বাড়াতেই হবে।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা দূরীকরণ প্রসঙ্গে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘এর জন্য সঠিক দাম নির্ধারণ করতে হবে। যাতে দামের তারতম্যের জন্য বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়।’ বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি আসছে বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় অনুষ্ঠানে। এবারের আয়োজনে অর্থমন্ত্রী ছাড়াও অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুর্শেদ, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn