বর্তমান প্রজন্মের মধ্যে দেশাত্মবোধক গানের বিরাট ঘাটতি রয়েছে; এই ভাবনা ভাবাচ্ছে ক্লোজ আপ তারকা সালমাকে। সেজন্য তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিনা পারিশ্রমিকে দেশের গান গাইলেন। গানটিতে সালমার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী ইবরার টিপু ও এফ এ সুমন। তাদের ‘আমার দেশ’ শিরোনামের গানটি গেল ১৫ ডিসেম্বর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে সালমা বলেন, প্রথমবার দেশের গাইলাম। দেশপ্রেমের চেতনায় একটি খাঁটি দেশের গান এটি। আমার কাছে মনে হয়েছে, এটি মানুষের দেশপ্রেম জাগ্রত করার মতো একটি গান। আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোনো গানে কণ্ঠ দিলাম। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই গানটি গেয়েছি। তাই গানটি গাওয়ার জন্য কোনো পারিশ্রমিকও নেইনি। আশা করছি, সবার ভালো লাগবে। ‘সামনে চলার এখনই সময়/ রাখব না আর সংশয়/ স্বাধীনতা দিয়েছে মোদের / বাংলার বুকে অভয়/ আমার মা আমার দেশ/ ভালোবাসি বাংলাদেশ।’ এমন কথার গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী প্রত্যয় খান। ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। গেল বছরের শেষে আগে সালমা জীবনে কালবৈশাখী বয়ে যায়। তার সুখের সংসার ভেঙে যায়। তবে এই ক্ষত ভুলে গানে মনোযোগী হয়েছেন সালমা। ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর অ্যালবাম, প্লেব্যাক সবখানেই সালমা তুমুল জনপ্রিয়তা পান। তবে সালমার পরিচিতি পাওয়ার আরো একটি দিক হচ্ছে ঐতিহ্যগত লোকগীতি দিয়ে। কুষ্ঠিয়া শহরে জন্ম ও বেড়ে ওঠা সালমার সংগীতের মূল প্রেরণা হচ্ছেন লালন শাহ্‌। সালমা ব্যস্ত স্টেজ শো নিয়ে। দেশ ও দেশের বাইরে মঞ্চ মাতাচ্ছেন এই লালনকন্যা। পাশাপাশি বিভিন্ন সিনেমার গানেও কণ্ঠ দিচ্ছেন বলেন জানান সালমা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn