সু’বার্তা ডেক্স-সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোর্তিময় দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, মোবাইল ব্যবহার বেড়েছে এখন সাড়া বিশ্বে। অনেকে রাত জেগে মোবাইল ব্যবহার করেন। দিনের বেলায় লেখাপড়ায় মন বসে না তাদের। বিনা প্রয়োজনে অতিরিক্ত মোবাইল ব্যবহার খুবই খারাপ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুর রাকিব তারেক, প্রভাষক দীন ইসলাম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শহীন, প্রভাষক রামানুজ আচার্য্য, প্রভাষক মাসুদ জামান লিটন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে কলেজের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে রবিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ—৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক। খেলায় সলুকাবাদ ইউনিয়ন একাদশ বনাম পলাশ ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। খেলা নির্ধারিত সময়ে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৫—৩গোলে সলুকাবাদ ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।তথ্যসূত্র-দৈনিক সুনামগঞ্জের খবর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn