ফেসবুকে বিরক্তিকর বন্ধুতের রুখতে নয়া পদক্ষেপ নেয়া হয়েছে। ফেসবুক পরীক্ষামূলকভাবে ‘স্নুজ’ নামের একটি ফিচার চালু করেছে। এই ফিচারের আওতায় বিরক্তিকর ফেসবুক বন্ধু কিংবা পেজের নোটিফিকেশন কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা যাবে। এটি অনেকটা ব্লকের মতই। টেকক্র্যাঞ্চ জানিয়েছে, ব্যবহারকারীদের কোনো বন্ধু কিংবা কোনো পেজের নোটিফিকেশন ও যোগাযোগ বন্ধ করতে এই ফিচার চালু করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ফেন্ড ও পেজকে ২৪ ঘণ্টা, ৭ দিন, ৩০ দিনের জন্য স্নুজ করে রাখা যাবে। নতুন এই ফিচার নিয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের তাদের নিউজ ফিডের ওপর আরও নিয়ন্ত্রণ আনতে এই সুবিধা চালু করতে যাচ্ছি।’ ফেসবুকের নতুন এই স্নুজ বাটটের সহযোগিতায় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট না করেই সীমিত আকারে ফেসবুক ব্যবহার করা যাবে। কোনো একটি গ্রুপ, পেজ কিংবা ফেন্ডদের  পোস্ট থেকে নিস্তার পাওয়া যাবে। ফিচারটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফেসবুক ওয়ালে বন্ধুদের পোস্টের উপরে ডান কোণায় তিনটি ডট চিহ্নে ক্লিক করে স্নুজ বাটনটি পাওয়া যাবে। সেখানে একটি অপশন থাকবে আনফ্লো অর স্নুজ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn