চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টটি সামনে রেখে সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

১৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ১৯ অক্টোবর মাঠে নামবে এই দুই দল। সেটিও মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাইপর্বের দুই গ্রুপের সেরা চার দল জায়গা পাবে সুপার টুয়েলভে। অর্থাৎ প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলার সুযাগ পাবে সুপার টুয়েলভে। যা শুরু হবে ২৩ অক্টোবর থেকে। ১৭ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৪ নভেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি: ১৭ অক্টোবর- বাংলাদেশ-স্কটল্যান্ড, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা

১৯ অক্টোবর- বাংলাদেশ-ওমান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা

২১ অক্টোবর- বাংলাদেশ-পাপুয়া নিউগিনি, স্থানীয় সময় দুপুর ২টা

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn