বিশ্বম্ভরপুরে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং বিষয়ক’ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনের উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। জেলা তথ্য অফিসের মো. শরিফ হোসেনর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ও উক্ত ১০টি বিষয়ক উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। আরোও বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ।আলোচনা সভায় বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তা ব্যপক প্রচারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতার আহবান জানানো হয়। আলোচনা সভারপর বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের উদ্যোগে নির্মিত বাল্যবিবাহ প্রতিরোধমূলক প্রামাণ্যচিত্র ‘স্বপ্ন পথের যাত্রী’ নামক ডিভিডি ক্যাসেট জেলা তথ্য অফিসারের কাছে প্রদান করা হয়। আলোচনা সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, কৃষক-জনতাসহ সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn