বেরসিক বৃষ্টি এবার হানা দিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। বৃষ্টির কারণে এই মুহূর্তে বন্ধ আছে ম্যাচ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২১তম ওভারের সময় বৃষ্টি নামে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। এরই মধ্যে শতরানের জুটি পার করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও সুনিল আমব্রিস। বৃষ্টির আগে তাদের সংগ্রহ ছিল ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান। হোপ অপরাজিত ৬৮* রানে। আর সুনিল ৫৯* রানে। বাংলাদেশকে পেলেই সেঞ্চুরির নেশা চেপে বসে হোপের। দুই দলের সর্বশেষ ৪ দেখায় ৩টি সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। আজও সেই পথে এগুচ্ছেন তিনি। এরই মধ্যে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে এর আগে যে ৬টি ফাইনাল খেলেছে বাংলাদেশ, প্রতিবারই মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এটা বাংলাদেশের সপ্তম ফাইনাল। মানে লাকি ফাইনাল। এই ‘লাকি ফাইনালে’ মাশরাফিরা সত্যিই সৌভাগ্যের ফুল ফোটাতে পারে কি না, সেটিই এখন দেখার।
এই টুর্নামেন্টে বাংলাদেশ শুরু থেকেই দাপট দেখাচ্ছে। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে তারা। ফাইনালের পথে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দুইবার। আয়ারল্যান্ডকে একবার। দলটির সাথে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে ফাইনালে বাংলাদেশের জন্য বড় ধাক্কা সাকিব আল হাসানের অনুপস্থিতি। আয়ারল্যান্ডের বিপক্ষে পিঠে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। যদিও চোট খুব একটা গুরুতর নয়, তবু আজ দলের সহ অধিনায়ককে পাচ্ছেন না টাইগার বাহিনী। এ নিয়ে টানা ৩ ফাইনালে সাকিবকে ছাড়া মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ। মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn