ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পাঁচজন মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগীদের মধ্যে পানিসম্পদমন্ত্রী উমা ভারতীসহ মোট পাঁচ মন্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দেন।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি জানায়, আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন।পদত্যাগপত্র জমা দেওয়া অন্য মন্ত্রীরা হলেন কৃষিমন্ত্রী রাধা মোহন সিং, মিনিস্টার অব স্টেটের তিন মন্ত্রী রাজিব প্রতাপ রুডি, সঞ্জীব বলয়ান ও গিরিরাজ সিং।এনডিটিভি জানায়, ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে রাজিব প্রতাপ রুডিকে দলের (বিজেপি) সাংগঠনিক ভূমিকায় দেখা যেতে পারে।কয়েকজন মন্ত্রী তাদের ‘অদক্ষতার’  কারণে পদ হারিয়েছেন বলে ধারণা এনডিটিভির।মধ্য প্রদেশের মান্দ্রসৌরে আন্দোলনরত কৃষকদের মৃত্যু ঠেকাতে না পারায় দেশজুড়ে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংয়ের ব্যাপক সমালোচনা হয়েছে।সম্প্রতি একটি উপনির্বাচনে মান্দসৌর আসনে বিরোধী দল কংগ্রেসের কাছে হেরে গেছে বিজেপি।স্বাস্থ্যগত কারণে উমা ভারতীকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে।এ ছাড়া, কালরাজ মিশ্রা বৃহস্পতিবার বিজেপিপ্রধান আমিত শাহর সঙ্গে দেখা করেছেন। মিশ্রার বয়স ৭৬ বছর; বিজেপিতে মন্ত্রীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৭৫। এ ছাড়া মিনিস্টার অব স্টেট মহেন্দ্র নাথ পান্ডেকে বিজেপির উত্তর প্রদেশ রাজ্য প্রধান করায় তার পদটিও খালি হয়েছে।
সূত্র : এনডিটিভি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn