ভূমধ্যসাগরে ২০১৪ সালের পর থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। ইউরোপীয় কমিশনের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালের প্রথম থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরের বিভিন্ন রুটে। একই বিষয়ে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম সম্প্রতি আরেকটি রিপোর্ট প্রকাশ করেছিল। এতে বলা হয়েছিল, এ বছরের প্রথম ৬ মাসে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৪৬ অভিবাসী। এই সংখ্যা গত বছরের একই সময়ের দুইগুন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn