সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে অস্কার ব্রুজনের দল।শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকা মালদ্বীপ প্রথমার্ধে কোন গোল আদায় করতে পারেনি। ম্যাচের ৫৫তম মিনিটে মালদ্বীপের কর্নার ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ডিফেন্ডাররা। সতীর্থের হেড পাস বাই সাইকেল কিকে জালে জড়ান হামজা মোহামেদ।

ম্যাচের ৭৪তম মিনিটে পেনাল্টি গোলে ম্যাচের ভাগ্য ঝুঁকে যায় মালদ্বীপের দিকে। বক্সে নাইজ হাসানকে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। জিকোকে বিপরীত দিকে ছিটকে দিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন আশফাক। ম্যাচে বাংলাদেশ ফাউল করে ৩০টি! হলুদ কার্ড দেখে ৫টি। বিপরীতে মালদ্বীপ ফাউল করে ৭টি, হলুদ কার্ড পায় একটি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে আগামী ১৩ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলতে হলে আগামী ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও। টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনার পর শক্তিশালী ভারতের বিপক্ষে ১-১ ড্র করা বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn