মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে ব্যবসার অভিযোগ সে দেশের অভিবাসন দপ্তর ২৮ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার (৮ মার্চ) রাতে কুয়ালালামপুরে একটি অভিজাত এলাকায় অভিযান চলিয়ে তাদেরকে আটক করে। অভিবাসন বিষয়ক মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত বেআইনি ব্যবসার খবরের সূত্র ধরে তারা সেখানে অভিযান চালিয়েছেন। তিনি বলেন, অভিযানের আগে সেদিন বিকাল ৩টা থেকে তারা অভিযুক্তদের নজরদারির মধ্যে রেখেছিলেন। তিনি বলেন, অভিযুক্তরা দীর্ঘ মেয়াদে ২০টি এপার্টমেন্ট ভাড়া নিয়ে ব্যবসা করছিল। নগদ অর্থে তারা সব লেনদেন করতেন। এছাড়াও যাদের আটক করা হয়েছে তাদের কাছে ভ্রমণের বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। অভিযানকালে মোট ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn