মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপি’র হাসনাবাদ অষ্টগ্রামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ছাতক-সিলেট মহাসড়কে জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুণ হাদিস হাসনাবাদ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইছকন্দর আলীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর-আকুপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদির শিক্ষক মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুল হক, মাওলানা আরব আলী, মাওলানা শওকত আলী, ইউপি সদস্য সদরুল ইসলাম, হাসনাবাদ বাজার কমিটির সভাপতি আরশ আলী, খেলাফত মজলিস কালারুকা ইউপির সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিস কালারুকা ইউপি পশ্চিম শাখার সাধারণ সম্পাদক সদরুল আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কফিল উদ্দিন, আলতাব আলী, আব্দুর রহমান জাবেদ, হেলাল আহমদ, সিরাজুল ইসলাম, মাহমদ আলী, মাওলানা নুরুল আমিন, মাওলানা হোসাইন আহমদ, আমরু মিয়া, কদরুল ইসলাম, আইছ আলী, ইব্রাহীম আলী, সুজন মিয়া খুরশীদ আলম, আব্দুল্লাহ, মোহাম্মদ আলী, নোমান আহমদ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে রহস্যজনকভাবে আমেরিকাসহ জাতিসংঘ নিরব ভূমিকা পালন করছে তার প্রতিবাদ জানান।মিয়ানমারে জাতিসংঘের যৌথ বাহিনী পাঠানো হচ্ছে না কেন এমন প্রশ্ন বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের প্রতি বক্তারা আহবান। মানববন্ধনে অংসান সুচির নোবেল প্রাইজ প্রত্যাহারের দাবিও জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn