চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে গত তিন মাসে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসব সংঘর্ষের ঘটনায় বাস্তুহারা  হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। নিহতদের মধ্যে ৭৪ জন সেনা, ১৫ জন পুলিশ, ১৩ জন সরকার সমর্থিত মিলিশিয়া যোদ্ধা এবং ১৩ জন বেসামরিক লোকজন রয়েছেন। এসব সংঘর্ষের ঘটনায় শতাধিক’রও বেশি বিদ্রোহী নিহত হয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn