ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জনসভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন‚ মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বপ্ন দেখছে। যে স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। এ জাতিকে ধর্মের দোহাই দিয়ে আর কেউ নির্বাচনে জয়ী হতে পারবে না। তিনি বলেন, একাত্তরে জাতির জনকের নেতৃত্বে বাঙ্গালী জাতি পেয়েছিলো স্বাধীনতা। বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ এখন প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত হয়েছে। ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পরিমল দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার‚ যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া‚ ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার‚ আফজাল হুসেন‚ গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী‚ দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া‚ জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ মুকতার‚ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ আনা‚ আব্দুল বারী‚ মজনু মিয়া‚ দোলার বাজার ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন‚ ফারুক আহমদ সরকুম‚ যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক‚ ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জোসেফ।
এসময় উপস্থিত ছিলেন হারুন মিয়া‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ‚ সদস্য ওয়াদুদ ছামী‚ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ রাফি আহমদ রিংকু‚ আবিদুর রহমান আঙ্গুর‚ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম‚ কৃপেশ চন্দ‚ ছাতক উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন‚ তথ্য ও গবেষণা সম্পাদক আঙ্গুর আলম‚ গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা শিপলু আহমদ‚ নিয়ামাত আলী, মাহবুব আলম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফ উদ্দিন‚ গীতা পাঠ করেন প্রভাশ শর্মা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn