আন্তর্জাতিক ডেস্ক:: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশ্লীল পোস্ট। অভিযুক্তর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিতর্কিত ওই পোস্ট ঘিরে সরগরম যোগাযোগ মাধ্যম। পোস্টটি দেখে অনেকেই তীব্র নিন্দা করেন। শুধু ধিক্কারেই থামা নয়, অভিযুক্ত অ্যাডমিনকে যে উচিত শিক্ষা দেওয়া হবে তার হুঁশিয়ারি দেন অনেকেই। কেউ কেউ পুলিশে নালিশ জানানোর কথা ফেসবুকেই লিখেছিলেন। এই নিয়ে হেস্তনেস্ত করতে রবিবার অশোকনগর থানায় এফআইআর করেন স্থানীয় বিজেপি কর্মী অনিকেত দে। তিনি থানায় অভিযোগ দায়ের করে বলেন, এটা কি ধরনের নমুনা? অত্যন্ত কুরুচিকর, বিকৃত মানসিকতার এটি নিদর্শন। এই ঘটনা প্রধানমন্ত্রী পদের পক্ষে সম্মানহানি এবং ব্যক্তি আক্রমণের শামিল। পাশাপাশি তাঁর অভিযোগ, এই বিষয়ে রাজ্য প্রশাসন দ্বিচারিতা করছে। আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই বিজেপি নেতা। শুধু অশোকনগর নয়, রাজ্যের অন্যান্য থানাতেও অভিযোগ জানাতে চায় গেরুয়া শিবির। শনিবার এই ঘটনার পর তীব্র সমালোচনা হলেও মচকায়নি ‘ডিজিটাল তারকাটা’ নামের ওই ফেসবুক পেজ। রবিবার দিনভর তারা বিভিন্ন রকম বিষয়ে পোস্ট করতে থাকে। প্রতিটি পোস্টেই মজার নামে রয়েছে ব্যক্তি আক্রমণ, চূড়ান্ত অশালীনতা। প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে জলঘোলা হলেও তা এখনো রয়েছে ওই অ্যাডমিনের পেজে। বিতর্কিত ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি যৌন পল্লি থেকে বেরচ্ছেন। পোস্টটির নিচে লেখা, ‘আচ্ছে রাত। এখন বুঝতে পারছেন তো আচ্ছে দিন কেন আসেনি?’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn