প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার চৌকশ রাজনীতি অনেকেই মুগ্ধ। তবে কংগ্রেসের সদ্য সভাপতি নির্বাচিত হওয়া রাহুল গান্ধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, বিজেপি গত কয়েক বছরে ভারতকে সব দিক থেকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। মোদী ভারতকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গেছেন। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে শনিবার ১৩২ বছরের পুরনো এই দলের সভাপতির দায়িত্ব নেন রাহুল। এর মধ্য দিয়ে ১৯ বছর পর পরিবর্তন হলো কংগ্রেস সভাপতি। মা সোনিয়া গান্ধীর হাত থেকে শতাব্দী প্রাচীন এই দলের দায়িত্ব নিলেন রাজীবপুত্র। বিশ্লেষকরা বলছেন, ৪ বছর ধরে দলের সহ–সভাপতির দায়িত্ব পালন করার পর এবার সভাপতি হিসেবে রাহুলের সামনে বড় চ্যালেঞ্জ। রাহুলের অভিষেক ঘিরে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নাচগান আর রাহুল গান্ধীর নামে স্লোগানে মুখর হয়ে উঠে দিল্লির ভূমি। এরপর মা সোনিয়া ও দিদি প্রিয়াঙ্কাকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন রাহুল। ছিলেন জামাইবাবু রবার্টও। পুত্র রাহুলের হাতে সভাপতির দায়িত্ব তুলে দিয়ে কার্যত নিশ্চিন্ত হলেন সোনিয়া।

এসময় সোনিয়া বলেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে লড়তে গেলে রাহুলের মতো তরুণ তুর্কির নির্ভীক ও মজবুত নেতৃত্ব প্রয়োজন কংগ্রেসের। গান্ধী পরিবারের ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাস দায়িত্বের সঙ্গে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাহুলের রয়েছে। এসময় বিজেপির সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেন, মোদী দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে আগুন ধরানোর চেষ্টা করছেন। ভারতবাসী সে অবস্থা থেকে মুক্তি চায়। একজনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে গোটা দেশের ক্ষতি তো আমরা মেনে নিতে পারি না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn