মৌলভীবাজারে তীর ছুড়ে হত্যার অভিযোগে হত্যা মামলার প্রধান আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অন্য আসামীদের মধ্যে ছয়জনকে খালাস ও একজন মারা যাওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে।বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই মামলার রায় প্রদান করেন। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৫ সালের ১৫ অক্টোবর কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মৃত মিছির মিয়ার ছেলে মদরিছ মিয়াকে প্রতিপক্ষ আসিদ মিয়া ও তার সহযোগীরা তীর ছুড়ে হত্যা করে। এঘটনায় মদরিছ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার মামলার রায় প্রদান করেন আদালত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn