চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। আজ ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশের প্রথম টার্গেট হবে ইনিংস হার এড়ানো। সেজন্য করতে হবে আরও ১১৯ রান। হাতে আছে সাত উইকেট। এ রানটা টপকাতে পারলেই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামাতে পারবে বাংলাদেশ। তবে ম্যাচ বাঁচাতে তথা হার এড়াতে মাহমুদউল্লাহদের আজ গোটা দিন ব্যাটিং করতে হবে। সেখানেই নিহিত মূল চ্যালেঞ্জ। ইতোমধ্যে চতুর্থ দিনের বিকালেই উইকেটের ছোট-খাট ক্ষত ব্যবহার করে লঙ্কান স্পিনাররা ভীতি সঞ্চার করেছেন বাংলাদেশের ব্যাটিং লাইনে। ২০০ রান পিছিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা বাংলাদেশ গতকাল শেষ বিকালে ৮১ রান তুলতেই হারিয়ে ফেলেছে তিন উইকেট। ১৮ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। এর আগে গতকাল চা বিরতির পর তিন সেঞ্চুরি, দুই হাফ সেঞ্চুরিতে নয় উইকেটে ৭১৩ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে এর চেয়ে বেশি স্কোর একবারই হয়েছে। সেটিও শ্রীলঙ্কার করা, ২০১৪ সালে ঢাকায় ছয় উইকেটে ৭৩০ রান।

প্রায় তিন দিন ক্লান্তিকর ১৯৯.৩ ওভার বোলিং-ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। যদিও তামিম-ইমরুলের ওপেনিং জুটি শুরুটা ভালোই করেছিল। দলীয় ৫২ রানে ইমরুল প্যাডেল সুইপ খেলতে গিয়ে আউট হন। তিনি ১৯ রান করেন। চায়নাম্যান সান্দাকানের চতুর্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪১ রান করা তামিম। দুই ওপেনারকে হারিয়েই দিন শেষ করার সম্ভাবনা ছিল। কিন্তু দিন শেষের এক বল আগে এ ধরনের কন্ডিশনে দলের বড় নির্ভরতা মুশফিক (২) হেরাথের শিকার হন। তাতেই প্রায় চার সেশন ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জয়ের প্রথমভাগেই বড় চাপে পড়ে যায় বাংলাদেশ। গতকাল চা বিরতির পর ১৫ বল খেলেই ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। দিনের শুরুতে তৃতীয় ওভারেই বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর টপকে লিড নেয় লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রোশেন সিলভা। চান্দিমাল তুলে নেন ১৬তম হাফ সেঞ্চুরি। তাদের ১৩৫ রানের জুটি ভাঙেন মিরাজ। রোশেন সিলভা ১০৯ রান করে আউট হন। লাঞ্চের আগেই ৬০০ পার হয় শ্রীলঙ্কার স্কোর।

দ্বিতীয় সেশনে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। লাঞ্চের পর প্রথম ওভারেই চান্দিমালকে বোল্ড করেন তাইজুল। লঙ্কান অধিনায়ক ৮৭ রান করেন। দ্রুতগতিতে রান তোলা ডিকবেলা ফিরেন ৬২ রান করে। ৩২ রান করা দিলরুয়ান পেরেরাকে ক্যারিয়ারের প্রথম শিকার বানান সানজামুল। চা বিরতির পর পরপর দুই ওভারে তাইজুল লাকমল (৯) ও হেরাথকে (২৪) ফেরালে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের তাইজুল চারটি, মিরাজ তিনটি, সানজামুল-মুস্তাফিজ একটি করে উইকেট নেন। উইকেটে এখনও খুব বড় টার্ন নেই। তারপরও হেরাথ-লাকমলদের সামনে আজ ম্যাচ বাঁচাতে ধৈর্যের পরীক্ষাই দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কারণ পরাজয় ঠেকাতে তারাই শেষ ভরসা। অবশ্য অতীতে পঞ্চম দিনের চ্যালেঞ্জ জয়ে বলার মতো সফলতা নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে নিজেদের সামর্থ্যের সঠিক প্রয়োগ করতে পারলে মুমিনুল- মাহমুদউল্লাহরা নতুন গল্পও লিখতে পারেন আজ সাগরিকায়।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn