মসুলে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরাকের বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির এক সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পরিচালনায় মসুলে আইএসের বিস্ফোরক বোঝাই একটি ট্রাকের ওপর বিমান হামলায় চালায় যৌথ বাহিনী। ১৭ মার্চ চালানো এই হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তারা ইরাকি সেনা কর্মকর্তারা বক্তব্যের স্বপক্ষে কিছু জানায়নি। গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মসুলের এই এলাকায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু শোনা যায়, এই হামলায় প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিষয়টি এখনো ইরাক বা যুক্তরাষ্ট্র নিশ্চিত না করায় আরো বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে ইরাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ নাগরিক এই বিমান হামলায় নিহত হয়েছে। ইরাকের নিনেভে প্রদেশ কাউন্সিলের চেয়ারম্যান বাশার আল কিকি এই নিহত হওয়ার কথা প্রকাশ করেন। সিএনএন জানায়, তার সূত্র ধরেই এই মৃত্যু সম্পর্কে জানা যায়। তিনি রবিবার জানায়, একাধিক স্থানে চালানো এই হামলায় কমপক্ষে ২০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। তবে তিনি এর বেশি কিছু জানাননি। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, ১৭ মার্চ চালানো এক বিমান হামলার পর স্থানীয়দের তরফ থেকে বেসামরিক মানুষ মারা যাওয়ার খবর পেয়েছি আমার। সিএনএন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn