রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে ছয়জনই নারী। বুধবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার ছয়ঘাঁটি, কাঁঠাল বাড়িয়া, হারুপুর, দেওপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জ েএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে দু’জন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বাকিরা নতুন সদস্য। পুলিশ জানায়, সংবাদ সম্মেলন করে তাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হবে। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বলেন, ‘গত পহেলা বৈশাখের দিন বিকালে বোরখা পরে গোদাগাড়ীতে বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করছিল জেএমবির সদস্যরা। এই তথ্যের সূত্র ধরেই সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কনা বলেন, ‘আটক জেএমবি সদস্যদের এখনও আদালতে সোপর্দ করা হয়নি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn