উন্নয়নশীল দেশসমূহের জন্য রাসায়নিক সন্ত্রাস মোকাবেলায় সদস্য দেশসমূহের কার্যক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণে প্রস্তাব রেখেছে বাংলাদেশ। নেদারল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূত এবং দি হেগস্থ রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থায় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এ প্রস্তাব রাখেন।  বিগত ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে কুয়ালালামপুর বিমানবন্দরে রাসায়নিক বিষক্রিয়ায় একজন উত্তর কোরীয় নাগরিকের মৃত্যুর উদাহরণ টেনে রাষ্ট্রদূত বেলাল বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহ যেন এধরণের কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হয় সে লক্ষ্যে তিনি এ প্রস্তাব করেন। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) চতুর্থ রিভিউ কনফারেন্স, যা ২১-৩০ নভেম্বর ২০১৮ সময়ে অনুষ্ঠিত হবে, আয়োজনের প্রস্তুতিমূলক সভায় রাষ্ট্রদূত বেলাল এ প্রস্তাব রাখেন। সাধারণ জনগণের শান্তিপূর্ণ রাসায়নিক ব্যবহারে টেকসই উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয় সমূহ অন্তর্ভুক্তির জন্যও বাংলাদেশ প্রস্তাবনা রাখে। সভায় বাংলাদেশের প্রস্তাবনা সমূহ ব্যাপক সমর্থন লাভ করে। প্রস্তাবনা সমূহ যথাযথভাবে তুলে ধরা ও বিবেচনার জন্য রাষ্ট্রদূত বেলাল চতুর্থ রিভিউ কনফারেন্স এর চেয়ারপার্সনের সঙ্গে একান্ত বৈঠক করেন। চতুর্থ রিভিউ কনফারেন্স এর চেয়ারপার্সন রাষ্ট্রদূত আই গাস্তি অগাং ওয়াসেকা পুজা (নেদারল্যান্ডে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত) বাংলাদেশ গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং রিভিউ কনফারেন্সের সাফল্যজনক সমাপ্তির লক্ষ্যে এ ধরণের আরো কার্যকরী সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn