টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৮ বছর বয়সী এই পেসারের অবস্থান ২২ নম্বরে।

বুধবার (৩ জানুয়ারি) সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। তবে র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। এরপর ২৮ নম্বরে আছেন সাকিব আল হাসান, ২৯ নম্বরে মেহেদী হাসান, ৩৩ নম্বরে তাসকিন আহমেদ, ৩৫ নম্বরে নাসুম আহমেদ ও হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে। গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে সাকিবই সবার ওপরে ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রিকেট থেকে আপাতত দূরে থাকায় ছয় ধাপ পিছিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে বাংলাদেশের কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে ২৩ নম্বরে। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন ৬ ধাপ পিছিয়ে আছেন ৬৬ নম্বরে। সাকিব নেমে গেছেন ৭০-এ।  

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn