ছাতক::ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, “সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। স্কুল শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকায় ১৬টি কলেজ ও ৬৪টি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। বিদ্যালয়বিহীন এলাকায় একের পর এক নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হচ্ছে।” রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসায় ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলেক্ষে মাদরাসা মাঠে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাওলানা আলী আজগর খানের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান, শিক্ষা অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, অধ্যক্ষ মাওলানা কেএম মনোওর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা আ’লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানা,সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা, দাতা সদস্য সামছ উদ্দিন, যগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, আফজাল আবেদীন আবুল, পীর মোহাম্মদ আলী মিলন, আফজাল হোসেন।

বক্তব্য রাখেন- মাওলানা আবু বকর সিদ্দিক, শিক্ষক মাওলানা আবু সাইদ মো. নুমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল-মামুন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন। সভায় হাফেজ আবুল বশর, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, আওলাদ হোসেন, আনোয়র হোসেন, আজির উদ্দিন, আব্দুল কবির, শামিম আহমদ, স্বপন তরপদার, বিমান ঘোষ, নিশিকান্ত সিং, শিক্ষক গিয়াস উদ্দিন, মাহবুবুল আলম পারভেজসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn