যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, শিশু ও আলেমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার। সরকারপ্রধান দেখে শিশুরা বায়না ধরল ছবি তোলার। কাছে ডাকলেন বঙ্গবন্ধু কন্যা। আর একটি ছোট্ট ছেলেটি জড়িয়ে ধরল তাকে। তখনই ক্যামেরায় পড়ল ক্লিক। স্বজনহারা ছেলেটির মায়াভরা চোখ-মুখে সুখের আবেশ। প্রধানমন্ত্রীও তাকে সুযোগ করে দিয়েছেন ভালোবাসা, স্নেহ নেয়ার। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। সবুজ লনে টানানো অস্থায়ী প্যান্ডেল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় রাজধানীর তেজগাঁওয়ে এতিম শিশুদের সরকারি আবাসস্থল শিশু পরিবারের শিশুরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। অনেকে শেখ হাসিনার সঙ্গে ছবি তোলার বায়না ধরে। তাদেরকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী। তিনিও হাসিমুখ তাদের সঙ্গে ছবি তুলেন। সবার সঙ্গে কুশল বিনিময় শেষে ইফতার মাহফিলের মঞ্চে বসেন প্রধানমন্ত্রী। এ সময় তার ডান ও বাম পাশে তিনজন এতিম শিশু বসে ইফতার করে। পাশে বসা শিশুদের খাবার খেতে সহযোগিতাও করেন প্রধানমন্ত্রী। প্রতি বছরই রোজায় প্রথম আনুষ্ঠানিক ইফতারটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেমদের সম্মানে আয়োজন করে থাকেন শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণি পেশার মানুষদের সন্মানে ইফতারের আয়োজন হয়ে থাকে গণভবনে।-ঢাকাটাইমস

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn