চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন আনিসুল হক। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। এরপর তৈরি পোশাক ব্যবসায় নিজের অবস্থার পরিবর্তন ঘটিয়ে ঢাকার অবস্থা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। কিন্তু সে দায়িত্ব শেষ করে যেতে পারলেন না তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে ১৯৯১ সালের নির্বাচনের আগে বাংলাদেশে টেলিভিশনে (বিটিভি) বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক মঞ্চে এনে মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন আনিসুল হক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn