পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে বুধবার মাঠে নেমেই  মাইলফলক স্পর্শ করেন  তিনি।৩৬ বছর বয়সী মালিক জাতীয় দল সহ ভিন্ন ভিন্ন ১৫টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টিতে বিভিন্ন দলকে এ পর্যন্ত ৯৭ বার নেতৃত্ব দিয়েছেন। এতে তার জয়ের রেকর্ড ৬৯ শতাংশ।পিএসএলে এবার মুলতানের নেতৃত্বেও রয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়কও মালিক। মালিক এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, কুমিল্লা ভিক্টোরিয়ানস, করাচি কিংস, মুলতান সুলতানস, পাকিস্তান, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, শিয়ালকোট রিজিওন এবং শিয়ালকোট স্ট্যালিয়নসের মত দলকে। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি খেলা মালিক এই ফরম্যাটে পাকিস্তানিদের মধ্য সবচেয়ে বেশি রান করেছেন। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগে খেলে তিনি মোট ৭ হাজার ৬৫৩টি রান করেছেন। টি-টোয়েন্টিতে তার কোনো সেঞ্চুরি না থাকলেও ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৫।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn