কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন হলেন, সুমন চৌধুরী, তার স্ত্রী বেবি চৌধুরী এবং তাদের দুই সন্তান জ্যোতি চৌধুরী (৫) ও ভবনতিকা চৌধুরী (৯)। পুলিশের ধারণা সংসারে অভাব-অনটন থাকায় বিষ খাইয়ে স্ত্রী-সন্তানদের হত্যা করে সুমন গলায় ফাঁস দেন। কক্সবাজার সদর থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জানান, লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, টিনশেডে দুই তলার বাসার নিচতলার একটি কক্ষে একটি খাটের ওপর পড়ে ছিল সুমনের স্ত্রী বেবী ও দুই মেয়ের মরদেহ পাওয়া যায়। এরপর দুইতলায় সিলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ পাওয়া যায়। বেবী চৌধুরী ও দুই মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাত সাড়ে আটটায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন। তিনি বলেন, সুমনের সংসারে অভাব ছিল। অভাবের কারণেই তিনি স্ত্রীসহ দুই মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পৌঁছালে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn