শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সঠিকভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হবে রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ৫ম সমাবর্তনের সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। সব শিক্ষার্থীর জন্য মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে চাই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের নূন্যতম শর্তপূরণ করতে পারেনি। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান কর্মসূচি পরিচালনা করছে তাদের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তন বক্তা ছিলেন কানাডার রাষ্টদূত বেনওয়া পিয়ের লাঘামে। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn