বিশ্বম্ভরপুর ::সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত বোরোফসলের অর্ধেক সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয়ের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হাওরের বাধ ভেঙ্গে বোরো ফসল তলিয়ে যাওয়া ও ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত বোরোফসলের অর্ধেক সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয়ের দাবিজ জানান। এ ছাড়া স্বপ্নের বাংলাদেশ ও উন্নত জাতিগঠনে হাওর এলাকার উন্নয়ন করতে সুনামগঞ্জ জেলাকে পাইলট প্রকল্পের আওতায় এনে কাজ শুরু করার আহ্বান জানানো হয়।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সহ সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক – সাংবাদিক হাসান বশিরের সঞ্চালনায় বক্তব্য দেন পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, আ’লীগ নেতা আশক আলী, ইউপি সদস্য প্রতীমা রানী, প্রেসক্লাব সদস্য চিত্তরঞ্জন গোস্বামী ছানা, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন বাদাঘাট দক্ষিণ ইউপি সভাপতি সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাকির হোসেন রাজু, হাওর বাঁচাও সুনামগঞ্জ আন্দোলন উপজেলা কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মিজানুর রহমান, জাতীয় পার্টি পলাশ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, ওয়ার্ড কমিটির সভাপতি আমির হোসেন, কৃষক নেতা রাধাকান্ত দাস, মটর মটর শ্রমিকলীগ নেতা মারুফ আহমদ, কৃষক আব্দুস সালাম, নজরুল ইসলাম, রফিক মিয়া প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn