ছাতক ॥ ছাতকের জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদীস হাসনাবাদ মাদ্রাসার নতুন দ্বীতল ভবন উদ্ভোধনকালে সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, সাধারণ ধারার ন্যায় মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বদ্ধপরিকর। তিনি বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সাধারণ শিক্ষার উন্নয়ন হলে মাদ্রাসা শিক্ষায় ও উন্নয়ন হবে এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সরকার আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন।
রবিবার (০৪ ডিসেম্বর) সকালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এমপি মানিকের নামে নতুন দ্বীতল ভবন ‘মুহিবুর রহমান মানিক’ ভবনের উদ্বোধনকালের কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান সম্পর্কে এমপি বলেন, হাসিনা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাওরায়ে হাদিস সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করায় আপনাদের ছেলে-মেয়েরা এই সনদটা পাবে অন্তত তাদের ভবিষ্যতটা আলোর পথে যাত্র শুরু করবে। তারা দেশে বিদেশে চাকরি করতে পারবে, বিভিন্ন জায়গায় কাজ পাবে। তারা আরো উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে পারবে। মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও কালারুকা ইউপি আ’লীগের সভাপতি আফতাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন- গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা আ’লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার‚ যুগ্ম আহবায়ক আফজাল হুসেন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, মাওলানা ফজলুর রহমান, ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক, কালারুকা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আ’লীগ নেতা আরশ আলী, জালাল উদ্দিন, মনির উদ্দিন, জামাল উদ্দিন গিয়াস। উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সদরুল ইসলাম, সাজিল হুসেন বাবুল, কবির আহমদ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, কালারুকা ইউপি যুবলীগের সভাপতি ফজলু মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক জাহেদ চৌধুরী, শানুর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, মাহবুব আলম, সায়েস্তা তালুকদার, আইন উদ্দিন, বখতিয়ার আহমদ মমিনুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজ সাইফুল ইসলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn