প্রথমবারের মতো উপজেলা পরিষদগুলোতে সংরক্ষিত আসনে সদস্য হিসেবে যুক্ত হবেন নারীরা। পরিষদের মাঝামাঝি সময়ে যুক্ত হওয়ার এ সুযোগ পাচ্ছেন তারা। প্রথম বারের মতো উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে নারী সদস্য পদে উপ-নির্বাচন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে । স্থানীয় সরকার (উপজেলা পরিষদ-১৯৯৮) আইনের ৬ ধারায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্য থেকে ভোট দিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করার বিধান রয়েছে। বাংলাদেশের সব উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্যের পদ রয়েছে ১ হাজার ৫৭৭টি। এতে ভোটার রয়েছেন ১৪ হাজার ১২ জন। সংশ্লিষ্ট উপজেলা সদরের একটি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হলেও পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন সংরক্ষিত মহিলা সদস্যরা।জানা যায়, ছাতক উপজেলা সহ সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ৩০জন নারী সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলা সংরক্ষিত আসনে নারী সদস্য উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মোতালেব জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩, ছাতক উপজেলায় ৫, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩, জগন্নাথপুর উপজেলায় ৩, দোয়ারা বাজার উপজেলায় ৩, বিশ্বম্বরপুর উপজেলায় ২, তাহিরপুর উপজেলায় ২. জামালগঞ্জ উপজেলায় ২, ধর্মপাশা উপজেলায় ৩, দিরাই উপজেলায় ৩, শাল্লা উপজেলায় ১টি সংরক্ষিত আসনে নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  এব্যাপারে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম  জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশের উপজেলা পরিষদগুলোতে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন করতে পরিপত্র জারি করেছে। এর আলোকে দেশে উপজেলা পরিষদ চালুর পর সুনামগঞ্জে প্রথমবারের মতো সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হবে। প্রথমবারের মত নির্বাচন হওয়ায় এবং পরোক্ষ ভোটে  নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচনে প্রার্থীদের আগ্রহ খুবই কম লক্ষ করা যাচ্ছে এতে অনেক উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn