নাজাত আহমদ পুরকায়স্থ-আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জে দলের প্রার্থী তালিকার বেশ বড় একটা অংশে থাকছেন তরুণ মনোনয়নপ্রত্যাশী। জেলার পাঁচ আসনেই প্রবীণদের পাশাপাশি নতুন মুখগুলোর বেশির ভাগই সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তবে পিছিয়ে নেই বিএনপির নেতাকর্মীরাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় মাঠপর্যায়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

নিজ নিজ সংসদীয় আসনের মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং জনপ্রিয়তা অর্জনে তারা এলাকায় যাচ্ছেন, গণসংযোগ করছেন। বিভিন্ন উৎসব উপলক্ষে নবীন-প্রবীণ মনোনয়নপ্রত্যাশী সব নেতার নজর এখন এলাকার দিকে। সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। গত নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনের চারটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী হয়। আগামীতেও ক্ষমতাসীন ও তাদের জোটসঙ্গীরা নিজেদের অবস্থান ধরে রাখতে চান। বিএনপি নেতরাও রয়েছেন মাঠে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ-মধ্যনগর) আসনে আওয়ামী লীগ ও বিএনপির সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তিন মেয়াদে সংসদ সদস্য থাকাকালে বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন নানা বিতর্কে জড়িয়ে পড়ায় এখানে সম্ভাব্য প্রার্থীদের আগ্রহ বেশি। এ আসনে আওয়ামী লীগের অন্য সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. সেলিম আহমদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার, সংরক্ষিত আসনের এমপি শামিমা আক্তার খানম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার।

বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- গেল নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন কার সাবেক জেলা সভাপতি ও এমপি নজির হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) : সুরঞ্জিতের মৃত্যুর পর তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তা এখন এ আসনের সংসদ সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ এ এবারো মনোনয়ন চাইবেন তিনি। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক এমপি ও জেলা আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল, জেলা নেতা ব্যারিস্টার মাহদিন চৌধুরী।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) : এ আসনের বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁর বিপরীতে মনোনয়ন চাইতে পারান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এ আসনে আওয়ামী লীগের অন্য সম্ভাব্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আওয়ামী লীগের নেতা খাইরুল কবির রুমেন।

এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিন, নূরুল ইসলাম সাজু। এছাড়া রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) : গত নির্বাচনে এ আসনে মহাজোট থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ। আগামীতেও জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তার বিপরীতে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সদর আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি আবদুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাম রব্বানী আহমদ।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) : এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক। তিনি আগামীতেও দলের মনোনয়ন চাইবেন। এ আসনে তার বিপরীতে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী। এছাড়া বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn