আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে এনজিও সংস্থা পদক্ষেপ। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওস্থ শাখা কার্যালয়ে সংস্থার আওতাভূক্ত বিভিন্ন উপকারভোগীরা এ উপলক্ষে অনুষ্ঠিত এক র্যা লী ও আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রবীণ কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগীতায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন পদক্ষেপ এর এরিয়া ম্যানাজার গোলাম এহিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম,প্রবীণ কমিটির সভাপতি সাবেক শিক্ষক আব্দুছ ছোবহান ও সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হযরত আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন। উল্লেখ্য পদক্ষেপ এনজিও সংস্থা শুরু থেকে এ পর্যন্ত সুরমা ইউনিয়নের বিভিন্ন প্রবীণ নাগরিকদেরকে প্রবীণ কর্মসুচির আওতায় বয়স্ক ভাতা,কমোট চেয়ার,হুইল চেয়ার,চাঁদর,কম্বল,ওয়ার্কিং স্ট্রীক ও ছাতাসহ বিভিন্ন উপকরণ প্রদান অব্যাহত রেখেছে। এছাড়াও মৃত প্রবীণদের সৎকার বাবত এককালীন অনুদানও প্রদান করছে সংস্থাটি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn