ডা. রফিকুল ইসলাম

সুনামগঞ্জ : সুনামগঞ্জের সাধারণ মানুষের ভয় দূর করতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার ভ্যাকসিন (টিকা) নেবেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালের ডা. রফিকুল ইসলাম আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সর্ব প্রথম সুনামগঞ্জ করোনার টিকা নেবেন। তিনি টিকা নিতে খুব আগ্রহী আমি মনে করি এটা এ জেলার মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আমি টিকা নেওয়ার জন্য প্রস্তুত। আমার কোনও ভয় নেই বরং আগামীকাল প্রথমে করোনার টিকা নিতে পেরে খুব আনন্দ লাগছে। আমি সুনামগঞ্জের মানুষকে বলতে চাই গুজবে কান দেবেন না। রোনার টিকাই পারে আমাদেরকে নিরাপদ রাখতে, করোনা থেকে বাঁচাতে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। যার উদ্যোগে আমরা করোনা ভ্যাকসিন পেয়েছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn