সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলের প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল রাজনীতিকে আরো শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে আজ দুপুর ২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার প্রস্তুতি নিলে পুলিশের বাধায় সদস্য সংগ্রহ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা শহরে বাহিরে গিয়ে লালপুর এলাকায় সদস্য সংগ্রহ অভিযান কর্মসুচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রিয় সহ-সভাপতি মোঃ শাহজাহান । এতে ১হাজার সদস্যের নবায়ন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান প্রধান অতিথির বক্তেব্যে শাহজাহান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সকল আন্দোলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করতে হবে,দলকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করতে হবে। আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণকে সংগঠিত করতে হবে। বিএনপিকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। হাওরে বাঁধ নির্মাণে সরকারের পোষা কুকুরেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। হাওরপাড়ের মানুষের মনে আনন্দ নেই। যেখানে ১০টাকা কেজি ছিল সেখানে ৭০টাকা করে চাল কিনতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজার পোশাক কিনতে হিমশিম খাচ্ছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ এনে অবৈধ ভাবে ক্ষমতায় কাটাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এসময় আরো উপস্থিত ছিলেন,খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ আলহাজ্ব ফজলুল হক আছপিয়া,বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন,সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলাদার হোসেন সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn