টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল আসরের আরো একটি ম্যাচ গড়ালো সুনামগঞ্জ স্টেডিয়ামে। আর এ ম্যাচে গ্যালারিতে ছিলনা তিল ধারণের ঠাঁই। দর্শকদের উৎসাহ-উদ্দীপনা আর উল্লাসের এ ম্যাচে মাঠে জয় পেতে মরিয়া ছিল সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল এবং দক্ষিণ সুনামগঞ্জ থানা ফুটবল দলের খেলোয়াড়রা। উভয় দলের সমর্থকদের কাছেই দিনটি ছিল গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো। কেননা এ ম্যাচেই সুযোগ ছিল ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে অংশগ্রহণের। অসাধারণ নৈপুণ্যে মাঠে উভয়দলের খেলোয়ারদের হাড্ডা-হাড্ডি লড়াই যেন ছড়িয়েছিল গ্যালারির দর্শকদের মাঝেও। দিনশেষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ থানা দলকে টাইব্রেকারে ৬ – ৫ গোলে হারিয়ে ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল। গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধের ২৭ মিনিটে গোল করে সুনামগঞ্জ সদরকে স্কোরবোর্ডে এগিয়ে রাখেন ১৮ নাম্বার জার্সি পরিহিত নাইজেরিয়ান অতিথি খেলোয়াড় আব্বাস। এ গোলের মধ্য দিয়ে খেলায় আরো কৌশল অবলম্বন করে প্রতিপক্ষের জাল লক্ষ্য করে আক্রমণ করতে থাকে দক্ষিণ সুনামগঞ্জ থানা ফুটবল দলের খেলোয়াড়রা। ৭০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে দক্ষিণ সুনামগঞ্জের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান ৩ নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় এ-লুইস। খেলার শুরু থেকেই অসাধারণ নৈপুণ্যে একের পর এক আক্রমণকে বিফলে ঠেলে সুনামগঞ্জ সদর থানা দলকে নিরাপদ রাখেন দলের গোল রক্ষক ফয়সল আহমদ। তার সাহসী ভূমিকা নিয়ে দর্শকসারিতে ছিল আলোচনা। নির্ধারিত সময়ে আর কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। এসময় দক্ষিণ সুনামগঞ্জ থানাকে ৬ – ৫ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সদর সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল। টান টান উত্তেজণাপূর্ণ এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, এমজেডএফ নাহিদ, আশরাফুল আলম ও আতাউর রহমান তালুকদার। আগামী ৮ ডিসেম্বর ফাইনালে ছাতক খানার মুখোমুখি হবে সুনামগঞ্জ সদর থানা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn