সুনামগঞ্জ  :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাঁও নামক এলাকায় লেগুনা গাড়ির চাপায় দুই সরকারী কর্মকর্তা (পশু চিকিৎসক) নিহত হয়েছেন এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪৫) ও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণী চিকিৎসক সেলিম আহমদ(৩৫) এবং দুর্ঘটনায় গুরুতর আহত আমির হোসেন (৩০) নামে এক খামারি সহ আরো ২ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জাঁনিগাও থেকে একটি মোটরসাইকেল যোগে দুই চিকিৎসকসহ ৩ জন মোটরসাইকেলে করে সুনামগঞ্জ আসছিলেন। এসময় বিপরীত দিক অর্থাৎ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি লেগুনা গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে ২ জন প্রাণী সম্পদ কর্মকর্তার মধ্যে ১ জন ঘটনাস্থলে এবং অপর কর্মকর্তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরো ১ জনসহ ২ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। দুর্ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে।  এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল্লাহ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লেগুনা গাড়ির চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ র্দূঘটনাটি ঘটেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn