বার্তা ডেক্সঃঃমিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হয়েছেন দেশটির নেত্রী অং সান সূ চি ও প্রেসিডেন্ট উইন মিন্ত। বুধবার তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করে পুলিশ। কাউন্সিলর ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে অভ্যুত্থান ঘটিয়ে জান্তা পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার সূ চির দল এনএলডির ৭০ জন সদস্য শপথ নিয়েছেন। নেপিদোতে পার্লামেন্ট কমপ্লেক্সের একটি ভবনে তারা শপথ নেন। পুনর্নির্বাচিত এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘শপথের স্থান গুরুত্বপূর্ণ নয়। এমপিরা অংশ নিয়েছেন এটাই শপথ। এটাই পার্লামেন্টের আহ্বান।

জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’ ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn