বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সোজা হয়ে দাঁড়ানোর আহ্বান জানালেন ২০ দলীয় জোটের শরিক, লিবারাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অব. অলি আহমদ। তিনি বলেন, ‘দেশ আপনাকে অনেক কিছু দিয়েছে, এবার আপনি দেশে গণতন্ত্র দিয়ে যান।’রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সমাবেশে অলি আহমদ এ আহ্বান জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।সমাবেশে অলি আহমদ বলেন, ‘সমাবেশ করতে না দিলে জোর করে সমাবেশ করতে হবে। দেশটা কারও বাপ-দাদার নয়।’ এসময় খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সোজা হয়ে দাঁড়ান। দেশের মানুষ আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনি দেশের মানুষকে গণতন্ত্র দিয়ে যান।’ যারা মুক্তিযুদ্ধ করেনি, তারাই যুদ্ধ নিয়ে বেশি কথা বলছে বলেও মন্তব্য করেন অলি আহমদ।জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অভিহিত করে অলি আহমদ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করি না। তিনি দেশকে ঐক্যবদ্ধ করেছেন। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। এটা মেনে নিন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn