সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর জেলার চার উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি গঠনে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবগত করা হচ্ছে বলে জানা গেছে। জেলা ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল অনেক নেতাকর্মী ছাত্রলীগের রাজনীতির জেলার সার্বিক অবস্থা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ একাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবগত করেছেন।  এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগকে নিয়ে তীব্র সমালোচনার বিষয়টি কেন্দ্রের নজরে পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বশীল একাধিক নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সুনামগঞ্জের ছাত্রলীগের সকল অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘ সুনামগঞ্জ জেলা কমিটি বিলুপ্তির পর একের পর এক উপজেলা কমিটি অনুমোদন দেয়ার খবর প্রচার হওয়ায় সারাদেশ জুড়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। সুনামগঞ্জের ছাত্রলীগের সার্বিক বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিলকে অবগত করেছি। তারা পুরো বিষয়টি অবগত আছেন এবং খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ পারভেজ তারেক বলেন,‘সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা সমালোচনার বিষয়টি আমরা স্যোশাল মিডিয়ার মাধ্যমে দেখতে ও জানতে পারছি। কোন বিলুপ্ত কমিটির সভাপতি একক স্বাক্ষরে কোন কমিটি অনুমোদন দিতে পারেন না। এছাড়া ছাত্রলীগের কমিটি অনুমোদনের জন্য কোন এমপি, মন্ত্রীর সুপারিশ দিতে হয় না। এভাবে কমিটি দেয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আছেন। তারা কুমিল্লা থেকে ফেরার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিবেন।’
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন বাবু বলেন,‘ সুনামগঞ্জের বিলুপ্ত কমিটির সভাপতির দেয়া বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদনের বিষয়টি আমাদের নজরে পড়েছে। নতুন কমিটির কপিও আমাদের হাতে এসেছে। এসব কমিটি অবৈধ ও বিতর্কিত কমিটি, সকল কমিটিই বাতিল করা হবে। পুরো বিষয়টি ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ অবগত আছেন। খুব শীঘ্রই সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হবে। জেলা কমিটি ওই সব কমিটি বাতিল করবেন এবং বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।’
উল্লেখ্য, জেলা কমিটি বিলুপ্ত হওয়ার পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও জামালগঞ্জে উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn