হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়না মিয়া তালুকদারকে মরণোত্তর সভাপতি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ময়না তালুকদারের জানাজা শেষে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান এমরান ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদ এ ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় দুই বন্ধুসহ নিহত হন ময়না মিয়া।

সূত্র জানায়, ময়না মিয়া তালুকদার বেশ কিছুদিন ধরে উপজেলার নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। তদবির করেছেন জেলা উপজেলা নেতাকর্মীদের কাছে। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে মারা যাওয়ায় সভাপতি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এমন বিষয়টি নাড়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। এ পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগ ময়না তালুকদারকে নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের মরণোত্তর সভাপতি ঘোষণা করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদ স্বাক্ষরিত সভাপতির ঘোষণাপত্রে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ সদর উপজেলা শাখার নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ময়না তালুকদার মুন্না দীর্ঘদিন যাবত ৭নং নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে তার মৃত্যু পূর্ব ইচ্ছা পূরণ এবং তার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মরণোত্তর সভাপতি ঘোষণা করা হলো।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn