হাওর কন্যা সুনামগঞ্জের মাছ, ধান আর গান সুরমা তীরে এনেছিল মুক্তিযুদ্ধের প্রাণ। হাওরাঞ্চলের জীববৈচিত্র রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য ও জীব বৈচিত্র রক্ষা হবে। টাংগুয়ার হাওর দিয়েই বিশ্বব্যাপী সুনামগঞ্জের পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্য্য অপরুপ লীলাভুমি তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, লাকমাছড়া, নিলাদ্রী লেক, বারেকটিলা, রুপের নদী যাদুকাটা ও প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের শিমুল বাগানে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে। আগামীতে যাতে এখানে লাখো পর্যটকের আগমন ঘটে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখানে অবকাঠামোগত উন্নয়ন গড়ে তুললেই হাওরাঞ্চলের মানুষের জীবন মানের পরিবর্তন আসবে।

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট মুক্তিযুদ্ধে শহীদ বীর বিক্রম সিরাজ লেকে (নিলাদ্র লেক) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’র অর্থায়নে ডিসি পার্কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন কালে সুনামগঞ্জের জেলা প্রসাশক মোহাম্মদ সাবিরুল ইসলাম এসব কতঅ বলেন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কামরুজ জামান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, মো. ফয়সল রায়হান, শোভন রাংসা, এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন, কার্য সহকারী মো. আনিসুজ্জামন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খাঁন, সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার রৌজ আলী, জেলা প্রসাশকের গোপনীয় সহকারী পিন্টু দাস, অফিস সহকারী নবেন্দু তালুকদার, পৃথিশ সরকার, নাজির রেজুয়ানুল হক, রাজা, ঠিকাদার মো. বাবুল আহমেদ, জাকির হোসেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাজ্জাদ হোসেন শাহ্, এম এ রাজ্জাক প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn