একে কুদরত পাশা-
অভিলম্বে হাওররক্ষা বাঁধের কাজ শুরু, বাধ নির্মান তদারকীতে সেনাবাহিনী অন্তর্ভূক্তি ও হাওর দূর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের পিআইসিতে অর্ন্তভূক্ত না করার দাবিতে শনিবার আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন করেছে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরে দূর্নীতির কারণে সুনামগঞ্জের সকল হাওরের ফসল ডুবে যায়। এ নিয়ে আইনী লড়াই চলছে। গত বছর পিআইসি কমিটি করতে সাংসদরা দেড়ী করেছেন। এবছরতো সাংষদরা নেই তাহলে পিআইসি হচ্ছে না কেন। কৃষকদের ভাগ্যে এবছর কি পরিনতি হবে তা বুঝা যাচ্ছে না। তবে কারো অবহেলায় যদি সুনামগঞ্জের কৃষকরা আবারো ফসল ডুবির কবলে পড়ে তাহলে কাউকে ছাড়দেওয়া হবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্ভে বাাঁদের কাজ মুরু করার জন্য অনুরোধ করেন। নতুবা সুনামগঞ্জের কৃষক সমাজকে নিয়ে দূর্বার আন্দোল গড়ে তুলার হুশিয়ারি দেন। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা ও দফতর সম্পাদক মাসুম হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী, সুজন সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ) রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক (দ.সুনামগঞ্জ-জগন্নাথপুর) এমরানুল হক চৌধুরী, গণসংযোগ সম্পাদক শহীদ নূর আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মওলা তোহা, আবহাওয়া ও জলবায়ূ বিষয়ক সম্পাদক এইচএম জাকারিয়া, অধ্যক্ষ রবিউল ইসলাম, ডা. মোর্শেদ আলম, ইয়াকুব বখ্ত বাহলুল, সালেহিন চৌধুরী শুভ, আব্দুল আলী (সদর),

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn