বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর লিগ পর্ব শেষ হলো। কুমিল্লার কাছে ২৫ রানে এ বছরের আসরের যাত্রা শেষ করল সিলেট সিক্সার্স। লীগ পর্ব শেষে সিলেটের পয়েন্ট ৯ । আর সিলেটের বিপক্ষেএই জয়ের মাধ্যমে লিগ পর্ব শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকল কুমিল্লা। আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাব্বির রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে গ্রায়েম ক্রেমার ৩টি, মেহেদী হাসান ২টি ও হাসান আলী ২টি করে উইকেট নেন। সিলেট সিক্সার্স ব্যাট করতে নেমে দলীয় সাত রানে প্রথম উইকেট হারায়। মেহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩৭ রানে গ্রায়েম ক্রেমারের বলে বোল্ড হন নাসির হোসেন। দলীয় ৬৪ রানে গ্রায়েম ক্রেমারের বলে রকিবুল হাসানের হাতে ক্যাচ হন আন্দ্রে ফ্লেচার। দলের রান যখন ৭২ তখন গ্রায়েম ক্রেমারের বলে আরাফাত সানির হাতে ধরা পড়েন বাবর আজম। দলীয় ৮৩ রানে মেহেদী হাসানের বলে জস বাটলারের হাতে ক্যাচ হন রস হোয়াইটলি। এরপর দলীয় ১১৯ রানে হাসান আলীর বলে মেহেদী হাসানের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। ২০ বল খেলে ৩১ রান করেন তিনি। ১৯তম ওভারে হাসান আলীর বলে বোল্ড হন সোহেল তানভীর। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে লিটন দাস ৬৫, মারলন স্যামুয়েলস ৫৫ ও শোয়েব মালিক ২৮ রান করেন। সিলেট সিক্সার্সের পক্ষে নাবিল সামাদ ১টি, নাসির হোসেন ১টি, কামরুল ইসলাম রাব্বী ১টি ও রস হোয়াইটলি ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ১৭০/৪ (২০ ওভার)
(লিটন দাস ৬৫, জস বাটলার ৩, ইমরুল কায়েস ৭, মারলন স্যামুয়েলস ৫৫, শোয়েব মালিক ২৮*, হাসান আলী ১*; নাবিল সামাদ ১/৩৩, সোহেল তানভীর ০/৩০, নাসির হোসেন ১/২০, মোহাম্মদ শরীফ ০/২৫, কামরুল ইসলাম রাব্বী ১/২৯, রস হোয়াইটলি ১/২৬)।

সিলেট সিক্সার্স ইনিংস: ১৪৫/৭ (২০ ওভার)

(মোহাম্মদ রিজওয়ান ৬, আন্দ্রে ফ্লেচার ২৫, নাসির হোসেন ১২, বাবর আজম ২০, সাব্বির রহমান ৩১, রস হোয়াইটলি ৬, সোহেল তানভীর ৯, মোহাম্মদ শরীফ, শরীফুল্লাহ; আল-আমিন হোসেন ০/২৭, মেহেদী হাসান ২/৩১, হাসান আলী ২/৩৫, গ্রায়েম ক্রেমার ৩/১৫, মোহাম্মদ সাইফউদ্দিন ০/২৬)।
ফল: ২৫ রানে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্লেয়ার অব দ্য ম্যাচ: লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn