ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন, আ.লীগ রাজনীতির একটি প্রতিষ্ঠান। রাজনীতিতে হিরন মিয়ার শুণ্যতা কোন দিন পূরণ হবার নয়। তাই হিরন মিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। সেই সাথে ইকড়ছই মাঠকে হারুনুর রশীদ হিরন মিয়ার নামে স্টেডিয়াম নির্মাণ করা হবে। ২৩ মে বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার রুহের মাগফেরাত কামনায় হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ডা. শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, অ্যাডভোকেট শফিকুল আলম প্রমূখ।

এ সময় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তরকুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ছাতকের ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, রফিকুল ইসলাম কিরন, বিমান ঘোষ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, আ.লীগ নেতা মাসুম আহমদ, পৌর আ.লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শুকুর আলী ভূইয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, আমিনুর রশীদ ভূইয়া, ছাত্রলীগ নেতা ছায়াদ ভূইয়া, রিপন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn