কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। র‌্যাব ও পুলিশের যৌথ দল বুধবার বিকেলে টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে। এ তিন বন্ধু হলেন– কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ (৩০), চৌফলদণ্ডী এলাকার রুবেল (২৮) এবং কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘তিন বন্ধু নিখোঁজ হওয়ার পর থেকে আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালাই। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তিমতে বুধবার বিকেলে টেকনাফের দমদমিয়া সংলগ্ন গহীন পাহাড় থেকে তিন বন্ধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমাদের অভিযান চলছে।’

পুলিশ সূত্রে জানায়, অপহৃত তিন বন্ধু গত ২৮ এপ্রিল বেড়ানোর কথা বলে টেকনাফে যান। যাত্রাপথে তাদের সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল সন্ত্রাসী তাদের পাহাড়ের গভীর নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র।

নিখোঁজ তিনজনের সন্ধানে পাহাড়ে অভিযানের খবরে ছুটে টেকনাফে আসেন ইমরানের বাবা মো. ইব্রাহিম। তিনি বলেন, ‘গত ২৫ দিন আগে আমার ছেলেসহ তিন বন্ধু মিলে টেকনাফে বেড়াতে এসে অপহরণের শিকার হয়। পরে এক সিএনজিচালকের কাছ থেকে শুনি আমার ছেলে অপহৃত হয়েছে। ছেলে অপহরণের ঘটনা শুনে টেকনাফ থানায় জানাই। এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’

শোকাহত ইব্রাহিম আরও বলেন, ‘আজকে পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। কিন্তু এখনো ছেলের মুখ দেখিনি।’ টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম পাহাড়ে অভিযান শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn