টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুভেলভে টানা তৃতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ দল। হারের ব্যবধান এবার মাত্র তিন রান। শুক্রবার আবধাবিতে টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ক্যারিবিয়রা তোলে ১৪২ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশের ইনিংস থামে ১৩৯ রানে। শেষ বলে জয়ের জন্যে দরকার ছিল বাংলাদেশের ৪ রান। মাত্র একটা বাউন্ডারির দরকার যেখানে সেখানে ব্যাটার মাহমুদউল্লাহ আন্দ্রে রাসেলের বল থেকে কোন রান সংগ্রহ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পাঁচ জন বোলারই নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (গেইল ৪, লুইস ৬, চেইস ৩৯, হেটমায়ার ৯, পোলার্ড ১৪ , রাসেল ০, পুরান ৪০, ব্রাভো ১, হোল্ডার ১৫*; মেহেদি ৪-০-২৭-২, তাসকিন ৪-০-১৭-০, মুস্তাফিজ ৪-০-৪৩-২, শরিফুল ৪-০-২০-২, সাকিব ৪-০-২৬-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (নাঈম ১৭, সাকিব ৯, লিটন ৪৪, সৌম্য ১৭, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ২*; রামপল ৪-০-২৫-১, হোল্ডার ৪-০-২২-১, রাসেল ৪-০-২৯-১, আকিল ৪-০-২৪-১, ব্রাভো ৪-০-৩৬-১ )।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn