দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সঠিক নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও কৃষকের পক্ষে ৪ দফা দাবিতে মানবন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শনিবার বেলা ১১ টায় শহরের কালীবাড়ি পয়েন্টে জেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংকটাপন্ন হাওরবাসীর জীবন বাঁচাতে জেলা বিএনপির পক্ষ থেকে ৪ দফা দাবি উত্থাপন করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। কলিম উদ্দিন আহমদ মিলন  বলেন,‘ দ্রুত হাওরের পানি নিষ্কাশনের জন্য এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে কৃষক সমাজ তাদের জমিতে চারা রোপন করতে পারেন। হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণে হালনাগাদ নীতিমালা শতভাগ অনুসরণপূর্বক সংসদ সদস্যদের অনুগত সরকার দলীয় লোকদের বাদ দিয়ে প্রকৃত কৃষকের সমন্বয়ে শতভাগ স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তাবায়ন কমিটি (পিআইসি) গঠন করতে হবে। ফসলরক্ষা বাঁধ যাতে সঠিক নিয়মে ও যথাসময়ে সম্পন্ন করা হয় সেই বিষয়টির দিকে সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সচেষ্ট থাকতে হবে।  হাওররক্ষা বাঁধ নির্মাণে বরাদ্দকৃত সরকারি টাকা কোন ব্যক্তি কিংবা গোষ্ঠীকে খুশি করতে অথবা সুবিধা পাইয়ে দিতে ব্যবহার করা যাবে না।’
মানববন্ধন উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, ফারুখ আহমদ, সেলিম উদ্দিন, অ্যাড. শেরেনুর আলী, আনছার উদ্দিন, আনিসুল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, দলীয় নেতা মামুনুর রশীদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল হাসান জুনেদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, সোহেল আহমদ, মোর্শেদ আলম, অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, দলীয় নেতা আব্দুল গনি, রাকিবুল হাসান দিলু সহ-যুবদল,ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn