মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই নানা কারণে আলোচিত-বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে তার শক্ত অবস্থান অন্যতম। তবে শুরু থেকেই ট্রাম্পের ক্ষমতায় আসার ব্যাপারে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ভিসানীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারেন ৭৫ হাজার ভারতীয়! এ ব্যাপারে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরে প্রস্তাব করা হয়েছে- যেসব ভিনদেশী গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন, তারা আর এইচ-১বি ভিসা রাখতে পারবেন না। আর এই প্রস্তাব যদি আইন হয়, তা হলে ৫০ হাজার থেকে ৭৫ হাজার ভারতীয়কে দেশছাড়া করবে মার্কিন প্রশাসন। এছাড়া এইচ ১-১বি ভিসার অপব্যবহার বন্ধে আরও কঠের হচ্ছে মার্কিন প্রশাসন। ভিসানির্ভর সংস্থার সংজ্ঞায় আরও কাটছাঁট এবং ন্যূনতন বেতনসীমা ও কর্মদক্ষতার ব্যাপারে নতুন সব শর্ত আনা হয়েছে। ৫-৬ বছরের বেশি ভিনদেশী কর্মীদের না রাখতেও নিয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিচ্ছে প্রশাসন। উল্লেখ্য, নতুন ভিসানীতি কার্যকর হলে হাজার হাজার ভারতীয় কর্মী এইচ ১-বি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। কারণ তাদের গ্রিনকার্ডের আবেদন বিচারাধীনই থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn